হবিগঞ্জে সেনা অভিযানে আটক ৩,  মাদক ও নগদ অর্থ উদ্ধার 

হবিগঞ্জে সেনা অভিযানে আটক ৩, মাদক ও নগদ অর্থ উদ্ধার
শেয়ার করুন:
হবিগঞ্জে সেনা অভিযানে আটক ৩,  মাদক ও নগদ অর্থ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও লক্ষাধিক নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে আটক করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
১ জুলাই (মঙ্গলবার) রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা এলাকার বড়বাড়ি গ্রামে সেনাবাহিনীর ৬৪-ইবি ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ওয়ারেন্ট অফিসার শামীম আহমদের নেতৃত্বে অভিযানে ৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এসময় দুইজন পালিয়ে গেলেও রবিদাস (৩৫) ও মনি রবিদাস (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বানিয়াচং থানা পুলিশের কাছে সোপর্দ করে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
অন্যদিকে, ২ জুলাই (বুধবার) ভোরে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামে সেনাবাহিনীর আরেকটি ইউনিটের অভিযানে ২৯ কেজি গাঁজা ও ১ লাখ ৬ হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী রায়েছ মিয়া (৪২) গ্রেফতার হন, যিনি দীর্ঘদিন ধরে নবীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।
পরে রায়েছ মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সোপর্দ করা হয়। অধিদপ্তরের ইনচার্জ পনি ভূষণ রায় জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রায়েছ মিয়া ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গাঁজা, বিদেশি মদ ও ইয়াবার বাণিজ্য করে আসছিল। সেনাবাহিনীর এ অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে। তারা বাকি মাদক ব্যবসায়ীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন
শেয়ার করুন: