বাংলাদেশ আনসার ভিডিপি’র ২৪তম বিসিএস কর্মকর্তাদের ২০ বছর পূর্তিতে ব্যাজ পরিধান অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :
ঢাকা : ৩ জুলাই, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ২৪-তম বিসিএস ব্যাচের আনসার ক্যাডার কর্মকর্তাদের ২০ বছর চাকরি পূর্তি উপলক্ষে র্যাংক ব্যাজ পরানো হয়েছে। বুধবার ৩ জুলাই এই ব্যাজ পরিধান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। মহাপরিচালক তাঁর বক্তব্যে ২৪-তম বিসিএস ব্যাচের সকল কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তাঁদের কর্মজীবনের দুই দশকের নিষ্ঠা, দক্ষতা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও তাঁরা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে বাহিনীর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি বক্তব্য দেন। এ সময় বাহিনীর উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, ২৪-তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ভিডিপি’র ২৪তম বিসিএস কর্মকর্তাদের ২০ বছর পূর্তিতে ব্যাজ পরিধান অনুষ্ঠিত
