পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সদর উপজেলার দুবলিয়া গ্রামের কৃতি সন্তান শাহাজাদপুরের বাতিঘর মরহুম ডাঃ ইউনুস আলী খানের কনিষ্ঠ কন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বর্তমান আমেরিকার ইউনিভার্সিটি অব এরিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান পিসিলা মলি গতকাল ২৮ ফেব্রুয়ারী পাবনার দুবলিয়া ফজিলাতুন্নেছা নেছা বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের সাথে শিক্ষার মানোন্নয়নে বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। শিক্ষার্থীরা অধ্যাপক খান পিসিলা মলির বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য তার পক্ষ থেকে সহায়তা প্রদানের জন্য আশ্বাস দেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর এ আকস্মিক পরিদর্শনের জন্য ধন্যবাদ জানায়।পরে এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষা বিষয়ক ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেন। তিনি তাঁর পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষকবৃন্দকে নতুন বছরের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।তিনি অনেক দিন পর তাঁর এলাকার এ প্রতিষ্ঠানের এসে সন্তোষ প্রকাশ করেন। তিনি তাঁর বাবা মরহুম ডাঃ ইউনুস আলী খানের আদশ্যের কথা তুলে ধরেন।পাশাপাশি তিনি এ এলাকার শিক্ষার্থী ও এলাকাবাসীদের জন্য সামাজিক কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু,ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মীর্জা বখতিয়ার উদ্দিন, সিনিয়র শিক্ষক শফিউল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ ইমরান আলী সরকার, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, রত্নারানী অধিকারী,শাহানাজ পারভিন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল খালেক খান পিভিএম প্রমুখ। পরে খান পিসিলা মলি ফজিলাতুন্নেছা নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষকদের সাথেও আলোচনা ও মতবিনিময় করেন। কারিগরি শাখার শিক্ষক মোঃ শাহিন আলী, অজিত কুমার, আমির খসরু, সাব্বির হোসেন ও মোঃ ফজলুল হক বিশ্বাস উপস্থিত ছিলেন। অধ্যাপক খান পিসিলা মলিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনান্য খবর
ঢাকা বাইপাস সড়কের চার লেন প্রকল্পের কাজ শুরু
ঢাকা বাইপাস রোডকে চার লেনের এক্সেস কন্ট্রোল এক্সপেসে উন্নীত করার কাজ শেষ পর্যন্ত শুরু হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ)…
টিএমএসএসের আলু বীজ উৎপাদন ও বাজারজাত করণে মাঠ দিবস অনুষ্ঠিত
এম এ খালেক খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের কৃষি সেক্টরের আওতাধীন পরিচালিত আলু বীজ…
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি হলেন যারা
নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হলেন একঝাঁক নতুন মুখ। ৮ ফেব্রুয়ারি রাতে আওয়ামী…
