রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ১৫৬৪ তম সভা এবং ২০২৫-২৬ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট কলার হস্তান্তর অনুষ্ঠিত

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর রেস্ট হাউজ কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৬৪তম সভা এবং ২০২৫-২৬ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট
রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ শুরুতেই রোটারি বর্ষ ২০২৫-২৬ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু কাছে ক্লাব প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন।
পরবর্তীতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টুর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান।
পরবর্তীতে ক্লাবের রোটারি বর্ষ ২০২৪-২৫ এর কার্যক্রম এবং রোটারি বর্ষ ২০২৫-২৭ এর নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট বৃন্দ।আলোচনায় বলেন রোটারি বর্ষ ২০২৪-২৫ খুবই সুন্দরভাবে প্রতিটি সেক্টর অনুযায়ী পরিচালিত হয়েছে। তারই প্রেক্ষিতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট রোটারি রিপসা টিম কর্তৃক আয়োজিত
গোল্ড ক্লাব অ্যওয়ার্ড এবং ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ গোল্ড প্রেসিডেন্ট অ্যওয়ার্ড অর্জন করেন।
পরবর্তীতে রোটারি বর্ষ ২০২৫-২৬ এর প্রথম মিটিং উপলক্ষে কেক কাটা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ,
ক্লাব চার্টার মেম্বার পিডিজি এএফএম আলমগীর এফসিএ,
ক্লাব চার্টার মেম্বার
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম হোসাইন শাহী,
ক্লাব চার্টার মেম্বার
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম নিজামুল ইসলাম,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান চৌধুরী,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল হাসান রন্জু,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান
মোঃ মনসুর আলম,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনিরুল হক,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিম সোলাইমান,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজল কান্তি চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান
আখতার জাহান ।
রোটারি রিপসা টিম এর প্রতিনিধি রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট মাহমুদুল হাসান, কোর্ডিনেটর এডমিন ডি-৬৪,
পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান উম্মে সালমা, এসিস্ট্যান্ট কোঅরডিনেটর ডি-৬৪, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ মান্নান।
মিটিং এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ খান, চেয়ারম্যান মডার্ন স্ট্রাকচারাল লিমিটেড, আরসিসি কাশিনাথপুর এর মোঃ মাসুদ মিয়া।

ক্লাব সার্জেন্ট এ্যট আর্মস
রোটারিয়ান পিপি কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।

ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ফারুক হোসাইন পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন: