আনসার ভিডিপি’র মহাপরিচালকের দিনাজপুর ও রংপুর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

আনসার ভিডিপি'র মহাপরিচালকের দিনাজপুর ও রংপুর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন
শেয়ার করুন:

এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। এই পরিদর্শন বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার মানোন্নয়ন ও সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মহাপরিচালক সকালে দিনাজপুর জেলা আনসার-ভিডিপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সাঁওতাল সম্প্রদায়ের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা দল মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম শুধু আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়, বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখছে। তিনি ভিডিপি সদস্যদের মাদকবিরোধী কার্যক্রমে অংশ গ্রহণ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। মহাপরিচালক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে আনসার-ভিডিপি কাঠামোতে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন ও “সুখী আনসার-ভিডিপি প্যাকেজ” এর মাধ্যমে মৌলিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। পরে মহাপরিচালক দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, অটোমেকানিক্স ও ওয়েল্ডিং (৬জি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। মহাপরিচালক বিকালে রংপুর জেলার আনসার-ভিডিপি মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ২৮ দিনব্যাপী “আনসার-ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স-২০২৫” এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। তিনি “সঞ্জীবনী প্রজেক্ট” এর মাধ্যমে প্রতিভাবান সদস্যদের স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানান এবং জাতীয় সংকটকালে বাহিনীর সক্রিয় অংশ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থীদের প্রস্তুত থাকতে উৎসাহিত করেন।
এছাড়াও, তিনি রংপুর জেলা আনসার-ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে চলমান “ইয়ুথ লিডারশিপ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং” প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। এই কোর্সে সামাজিক নেতৃত্ব, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তিভিত্তিক সামাজিক ব্যবসা এবং সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ে জ্ঞান প্রদান করা হচ্ছে। মহাপরিচালকের এই সরেজমিন পরিদর্শন, প্রত্যক্ষ নির্দেশনা এবং সদস্যদের সাথে মতবিনিময় মাঠপর্যায়ের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এ সময় বাংলাদেশ আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ পিভিএম, বিভিএম, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট ও আনসার ভিডিপি’র বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: