টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব : দেশের প্রথম জেনেটিক ল্যাবে ক্যান্সারসহ জেনেটিক রোগ নির্ণয় ও প্রিসিশন চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন
বিশেষ প্রতিনিধি :
দেশের চিকিৎসা খাতে এক নতুন মাইলফলক স্থাপন করে যাত্রা শুরু করেছে টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব, যা বাংলাদেশের প্রথম জেনেটিক ল্যাব হিসেবে ক্যান্সারসহ বিভিন্ন জেনেটিক রোগ নির্ণয় এবং প্রিসিশন চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা পালন করবে। ১২ জুলাই সাংবাদিক সম্মেলনে এই ল্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেশী-বিদেশী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এতে বক্তব্য দেন প্রফেসর ড.পল মেনওয়ারিং, চেয়ারম্যান ও সিইও, মাইহেলথওমিক্স অস্ট্রেলিয়া, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম এবং জিং টেকনোলজিস, বিডি, মোসাদ্দেক শহীদ, এমডি, জিং-টেকনোলজিস, বিডি প্যাট্রিক মাটেটা, কোয়ালিটি অ্যাসিওরেন্স স্পেশালিস্ট ও কনসালট্যান্ট, মেডিক্যাল ল্যাবের জন্য আইএসও ইন্সপেক্টর; মিসেস শিলা উডকক, আইএসও ১৫১৮৯:২০২২ স্ট্যান্ডার্ড রাইটার এবং মেডিক্যাল ল্যাবের আইএসও ইন্সপেক্টর; এবং ড. ফরহাদ আহমেদ, সহকারী অধ্যাপক এবং কিউসি ম্যানেজার, টিবিএল ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান প্রমুখ। ক্যান্সার ও জেনেটিক রোগের প্রিসিশন চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন – সাংবাদিক সম্মেলনে জানানো হয়, টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব
দেশের চিকিৎসা খাতে এক নতুন মাইলফলক স্থাপন করে যাত্রা শুরু করেছে টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব, যা বাংলাদেশের প্রথম জেনেটিক ল্যাব হিসেবে ক্যান্সারসহ বিভিন্ন জেনেটিক রোগ নির্ণয় এবং প্রিসিশন চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা পালন করবে। ১২ জুলাই সাংবাদিক সম্মেলনে এই ল্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেশী-বিদেশী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এতে বক্তব্য দেন প্রফেসর ড.পল মেনওয়ারিং, চেয়ারম্যান ও সিইও, মাইহেলথওমিক্স অস্ট্রেলিয়া, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম এবং জিং টেকনোলজিস, বিডি, মোসাদ্দেক শহীদ, এমডি, জিং-টেকনোলজিস, বিডি প্যাট্রিক মাটেটা, কোয়ালিটি অ্যাসিওরেন্স স্পেশালিস্ট ও কনসালট্যান্ট, মেডিক্যাল ল্যাবের জন্য আইএসও ইন্সপেক্টর; মিসেস শিলা উডকক, আইএসও ১৫১৮৯:২০২২ স্ট্যান্ডার্ড রাইটার এবং মেডিক্যাল ল্যাবের আইএসও ইন্সপেক্টর; এবং ড. ফরহাদ আহমেদ, সহকারী অধ্যাপক এবং কিউসি ম্যানেজার, টিবিএল ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান প্রমুখ। ক্যান্সার ও জেনেটিক রোগের প্রিসিশন চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন – সাংবাদিক সম্মেলনে জানানো হয়, টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব
