পাবনা থেকে আব্দুল খালেক খান : উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের ফাউন্ডেশন অফিস ও সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে সংস্থার বিভিন্ন কর্মসূচি নিয়ে গতকাল ২৮ ফেব্রুয়ারী আলোচনা ও মতবিনিময় করেন সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুস সামাদ। টিএমএসএসের ফাইভ স্টার হোটেল মমইনের কনফারেন্স হলে টিএমএসএস’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসডিএফ ফাউন্ডেশন চেয়ারমপার্সন মোঃ আবদুস সামাদ। এ সময় তিনি বলেন আমাদের দেশের আগামী প্রজন্মের জন্য কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে। এ জন্য টেকনিক্যাল এডুকেশন অনেক বেশী জরুরী বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে টেকনিক্যাল প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নতি সাধন করেছে তা তুলে ধরেন। তিনি বলেন এক্ষেত্রে আমাদের দেশের আইসিটিতে অবদান রাখার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবকাঠামো ও সুযোগ তৈরী করতে হবে এবং আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। টিএমএসএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন, টিএমএসএস পরামর্শক কৃষিবিদি মোঃ আসাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অনুষ্ঠানে এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনান্য খবর
শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৬টা ৩৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।নির্বিঘ্নে দিবসটি পালন করার জন্য জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে কয়েক শ সামরিক ও বেসামরিক নিরাপত্তাকর্মী।মেটাল ডিটেক্টর দিয়ে স্পর্শকাতর স্থানগুলোতে সুইপিং করা হয়েছে। আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পেরিয়ে এবার ৫০তম বিজয় দিবস করোনা মহামারির কারণে এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের বীর সন্তানদের।
টিএমএসএসের মুক্তাগাছা নতুন শাখা উদ্বোধন
এ কে খান : উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, বগুড়ার…
শিক্ষার্থীদের টিকা দিতে জেলায় জেলায় কেন্দ্র
মধ্য অক্টোবর খুলবে বিশ্ববিদ্যালয় · স্কুল-কলেজ খোলা নির্ভর করছে সংক্রমণ পরিস্থিতির ওপর · চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১ সেপ্টেম্বর ফের কারিগরি…
