সিডিএফ আয়োজিত বিভাগীয় সম্মেলনে ক্ষুদ্র অর্থায়ন খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা

সিডিএফ আয়োজিত বিভাগীয় সম্মেলনে ক্ষুদ্র অর্থায়ন খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা
শেয়ার করুন:

সিডিএফ আয়োজিত বিভাগীয় সম্মেলনে ক্ষুদ্র অর্থায়ন খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা
এ কে খান :
দেশের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের বর্তমান চ্যালেঞ্জসমূহ এবং সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে গাইবান্ধার এসকেএসইন হল রুমে শনিবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বিভাগীয় সম্মেলন। কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এই সম্মেলনে রংপুর ও রাজশাহী বিভাগে কর্মরত ক্ষুদ্র অর্থায়ন সংস্থাগুলোর নির্বাহী প্রধানগণ অংশ গ্রহণ করেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ভাইস-চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও এমআরএ-এর সাবেক পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএফ সাধারণ পরিষদের সদস্য ও আশ্রয়-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোঃ আহসান আলী, সিডিএফ সাধারণ পরিষদের সদস্য ও আম্বালা ফাউন্ডেশনের চীফ অপারেটিং অফিসার মোঃ এনামুল হক, এবং সিডিএফ গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান ও বিজ-এর নির্বাহী পরিচালক  ইকবাল আহাম্মদ প্রমুখ।
সিডিএফ চেয়ারম্যান এবং পপি-এর নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত আলোচক হিসেবে অংশ নেন দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা গাক-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি তাঁর বক্তব্যে সিডিএফ-এর সুদীর্ঘ ৩৩ বছরের কার্যক্রমের প্রশংসা করেন। ড. আলমগীর হোসেন আরও বলেন, সিডিএফ দক্ষতা উন্নয়ন, টেকসই ক্ষুদ্র অর্থায়ন, তহবিল সংগ্রহে সহায়তা, গবেষণা পরিচালনা, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ, অ্যাডভোকেসি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ বিভিন্ন সামাজিক সেবা প্রদানের মাধ্যমে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি সফল করতে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বর্তমান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা থেকে উত্তরণের জন্য এমআরএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ক্ষুদ্রঋণ খাতের এই ক্রান্তিকালে এমন একটি সম্মেলনের আয়োজন করার জন্য তিনি আয়োজক প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে আলোচক হিসেবে অংশ গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তিনি সিডিএফ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সম্মেলন ক্ষুদ্র অর্থায়ন খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ উন্মোচনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন: