শেরপুর পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা

শেয়ার করুন:


নিজস্ব প্রতিবেদক : শেরপুরের পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 
২৭জুন বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এক অনুষ্ঠানে প্রস্তাবিত এ বাজেট ঘোষনা করেন। এসময় তিনি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১১২ কোটি ৮১ লক্ষ্য ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। তন্মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৬৩ টাকা। উন্নয়ন তহবিলের আয় (সরকার প্রদত্ত থোক ও বিশেষ বরাদ্দ, রাজস্ব উদ্বৃত্ত, অন্যান্য) ধরা হয়েছে ৭৮ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ৪১২ টাকা। মূলধন হিসাব থেকে আয় (অবচয় তহবিল, আনুতোষিক তহবিল, ঠিকাদারের জামানত) ধরা হয়েছে ১৪ কোটি ৯৩ লক্ষ ৯৫ হাজার ৭৬৭ টাকা।ফ
তিনি আরও জানান, এছাড়াও ৯ কোটি টাকা ব্যয়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়া চলছে। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পে আগামী অর্থ বছরে ২০ কোটি টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শহরের নবীনগরে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি কাঁচা বাজার নির্বাচনের কাজ সমাপ্তির পথে রয়েছে। পৌরসভার নিজস্ব জায়গায় ( জেলা কারাগারের পাশে) ৮.৬২ কোটি টাকায় আধুনিক কসাইখানা নির্মাণের কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এই ৩৯.৬২ কোটি টাকার হিসাব প্রস্তাবিত বাজেটে ধরা হয়নাই।পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র লিটন। এছাড়াও পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব লিপিবদ্ধ ও তা বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান তিনি।
পরিশেষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, আমাদের পৌরসভার কর্মকাণ্ড সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই শেরপুরের কৃতি সন্তান নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান কে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেরপুরের কৃতি সন্তান ওয়াকার উজ জামান কে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করায়, পৌরসভার উন্নয়ন কাজের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমানসহ পৌরবাসিকে।
অনুষ্ঠানে সকল প্যানেল মেয়র, কাউন্সিলর, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: