বগুড়ায় উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী’র পূজামন্ডপ পরিদর্শন

শেয়ার করুন:

এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী  রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী ১১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী বগুড়া জেলার বিভিন্ন উপজেলার দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। রেঞ্জ কমান্ডার বিভিন্ন পূজা মন্ডপে পৌঁছালে মন্ডপ কমিটির পক্ষ থেকে পৃথক, পৃথক ভাবে তাঁকে স্বাগতম জানানো হয়। এ সময় তিনি পূজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। দূর্গাপূজা মন্ডপে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি আনসার ভিডিপি সদস্যদের নানামুখী তৎপরতা ও সতর্ক থাকতে নির্দেশ দেন। এছাড়াও তিনি বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন ও বাহিনীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পূজা মন্ডপের নিরাপত্তায় সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা প্রতি পালনের বিষয়ে তিনি খোঁজ খবর নেন। পাশাপাশি তা যথাযথা পালন করার জন্য দায়িত্বরতদের প্রতি আহবান জানান। রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বগুড়ার পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের মধ্যে যথাক্রমে দত্ত বাড়ি দেব সেবা সার্বজনীন দূর্গা মন্দির, জলেশ্বরী তলা কালি মন্দির, ডাল পট্টি সার্বজনীন দূর্গা মন্দির, চকসূত্রাপুর আনন্দময়ী দূর্গা মন্দির ও আদি মেঘদূত ক্লাব দূর্গা মন্দিরসহ বেশ কয়েকটি দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পূজা মন্দির উৎযাপন কমিটির সদস্যরা তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। রেঞ্জ কমান্ডারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া  জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট, বগুড়া সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা প্রমুখ। উল্লেখ্য রাজশাহী রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী পর্যায়ক্রমে রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার দূর্গাপূজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে নিয়মিত পরিদর্শন করছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট, সহকারি জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদেরকে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার নানা দিক নির্দেশনা দেন। তিনি পূজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ব্যাটালিয়ান আনসার সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সেরও খোঁজ খবর নিয়ে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন। এ বছর বগুড়া জেলার সকল উপজেলার ৬২৮ টি পূজা মন্ডপে ৪০৭৮ জন আনসার ভিডিপি সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। পরে তিনি বগড়া জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। পূজা মন্ডপে নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত
ছিলেন।

শেয়ার করুন: