ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ৬৫৭: মার্কিন ভিত্তিক হিউম্যান রাইটস

শুক্রবার তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনের জায়গায় কাজ করছেন উদ্ধারকারীরা। ছবি: ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি/রয়টার্স
শেয়ার করুন:

সংক্ষিপ্ত প্রতিবেদন: ২১ জুন, ২০২৫ (ডেস্ক): মার্কিন ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৬৫৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২৬৩ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে, বেশিরভাগই তেহরানে নিহত। নিহতদের মধ্যে আরও ১৬৪ জন সামরিক সদস্য এবং ২৩০ জনের পরিচয় এখনও নির্ধারিত হয়নি।

এছাড়া, প্রায় ২,০০০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ আহত হয়েছেন। ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২১টিতে এই হামলা চালানো হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

এর আগে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় ২২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী রয়েছেন। তবে তারপর থেকে তারা আর কোনো হালনাগাদ তথ্য দেয়নি।

প্রতিক্রিয়ায় ইরানি হামলাও ইসরাইলে প্রাণহানি ঘটিয়েছে, যেখানে ইসরায়েলি সূত্র মতে, কমপক্ষে ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

 

 

শেয়ার করুন: