হামাসের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি: প্রাণভয়ে পালাচ্ছে ইসরায়েলিরা!

শেয়ার করুন:

হামাস যোদ্ধাদের আকস্মিক হামলায় রীতিমতো টালমাটাল হয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। হঠাৎ হামলা চালিয়ে ইসরায়েলিদের কয়েকটি সামরিক ঘাঁটি ও সরঞ্জাম দখল করে নেয় গেরিলারা। ঢুকে পড়ে ইহুদি বসতিতেও। রকেট ও গেরিলা হামলায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রাণভয়ে বসতি ছেড়ে পালিয়েছে অনেক ইসরায়েলি। কেন ইসরায়েলি গোয়েন্দারা নজিরবিহীন হামলার আগাম তথ্য পেলো না, উঠেছে সেই প্রশ্ন ? ইসরায়েল সর্বশেষ! মেয়রসহ বহু নিহতঃ থানা সামরিক ঘাঁটি ও বসতি দখল!

এদিকে আল-আকসা স্টর্মের মধ্য দিয়ে আবারও মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। হামাসের হামলাকে সমর্থন দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রহিম সাফাভি ইরানের পক্ষ থেকে সমর্থন জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যম ইসনাকে বলেন, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের শুভেচ্ছা জানাই। ফিলিস্তিন এবং জেরুজালেম স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে যাবো। তবে সৌদি আরব ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা ফিলিস্তিনি একটি গোষ্ঠি ও দখলদার ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান ঘটনা লক্ষ্য করছি। যা ভয়াবহ সহিংসতার দিকে যাচ্ছে। 

শেয়ার করুন: