রাজশাহী আনসার ব্যাটালিয়ানে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন

শেয়ার করুন:

এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলার নওহাটায় ১৯-আনসার ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত এ বছরের বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহীর নওহাটায় ১৯ আনসার ব্যাটালিয়ান চত্ত্বরে ৩১ জুলাই বুধবার ১টি ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক কামরুন নাহার (বিএএমএস পিভিএম)।
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সারা দেশে বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহন করেছেন।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ বাহিনীর সকল ইউনিট, একাডেমি ,আনসার ব্যাটালিয়ন, জেলা, উপজেলা ও ক্লাব সমিতি প্রাংগনে এ বৃক্ষরোপন কর্মসূচিতে মোট ৫০ হাজার গাছের চারা রোপনের নির্দেশনা প্রদান করেন। এ বৃক্ষ রোপণের অংশ হিসাবে রাজশাহীর পবার নওহাটা ১৯ আনসার ব্যাটালিয়ন কার্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপণ উদ্বোধনের পর বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট ইউনিটের নিজস্ব জায়গা ও সরকারি রাস্তার ধারে ফলজ, বনোজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ইউনিটের সকল সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন রাজশাহী ১৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক আব্দুল মজিদ পিএএমএস। অন্যদের মধ্যে রাজশাহী জেলা কমান্ডেন্ট মোঃ রাকিবুল ইসলাম পিভিএম, ব্যাটালিয়নের সহকারি পরিচালক আব্দুল আহাদ, কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়নের সকল পদবীর সদস্য গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: