মামলার জট কমাতে আইনজীবীদের সহায়তা দিছে জাইকা
মধ্য¯’তার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ‘বিশেষ মধ্য¯’তাকারী’ প্রশিক্ষিত হ”েছ এটুজে প্রকল্পে
[ঢাকা, ০৪ আগস্ট ২০২৫] জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আইন পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে, যাতে তারা মধ্য¯’তাকারী হিসেবে সৌহার্দ্যপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে ভূমিকা রাখতে পারেন।
জাইকার সহায়তায় ‘অ্যাকসেস টু জাস্টিস প্রজেক্ট’ (এটুজে প্রকল্প) -এর আওতায় নরসিংদী ও কুমিল্লা জেলার পাইলট অঞ্চলের প্রায় ৫০ জন বিচারক, জেলা লিগ্যাল এইড অফিসার, আইনজীবী এবং সংশ্লিষ্ট বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা গত ১-২ আগস্ট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জিএটিআইতে) একটি প্রশিক্ষণে অংশ নেন।
২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ২৪০ জন বিচারক, আইনজীবী এবং অন্যান্য কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা মধ্য¯’তা সেবা প্রচলন এবং কার্যকর ন্যায়বিচারে প্রবেশাধিকারে সহায়ক ভূমিকা রাখছে।
জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে প্রশিক্ষণ সম্পর্কে বলেন, “বর্তমানে বিচার ব্যব¯’ার সংস্কার একটি জাতীয় অগ্রাধিকার। বাংলাদেশের মানুষ একটি ন্যায়সঙ্গত, স্ব”ছ, দক্ষ এবং সব নাগরিক, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীবান্ধব বিচারপ্রক্রিয়া চায়। জাইকা এই রূপান্তরে বাংলাদেশ সরকারকে সবসময় পাশে থেকে সহযোগিতা করে আসছে এবং আগামীতেও করে যাবে। এটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬.৩ অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উন্নত মধ্য¯’তা সেবা প্রদান করবেন। সেই সঙ্গে, প্রশিক্ষণপ্রাপ্ত আইন পেশাজীবীরা স¤প্রতি সংশোধিত লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টে নতুনভাবে সংযোজিত ‘স্পেশাল মিডিয়েটর’ হিসেবে সক্রিয় ভূমিকা রাখবেন। জাইকা আশাবাদী, এর মাধ্যমে মধ্য¯’তার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হবে, মামলার জট কমবে এবং বিচারপ্রাপ্তির পথ আরও সহজ ও বিস্তৃত হবে।
জাপান থেকে আমন্ত্রিত অভিজ্ঞ মধ্য¯’তা বিশেষজ্ঞ অধ্যাপক ইরিয়ে হিদেয়াকি ‘আইন পেশাজীবীদের জন্য প্রাথমিক মধ্য¯’তা প্রশিক্ষণ’ এ আন্তর্জাতিক মধ্য¯’তা চর্চা এবং তা বাস্তব জীবনে প্রয়োগের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এই প্রশিক্ষণ জাইকা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (এলজেডি) এবং জেএটিআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
এই উদ্যোগ এটুজে প্রকল্পের আওতায় বাংলাদেশি বিচার ব্যব¯’ায় মধ্য¯’তা সক্ষমতা গড়ে তোলা এবং জনগণকেন্দ্রিক বিরোধ নিষ্পত্তির পদ্ধতি শক্তিশালী করার প্রতিশ্রুতির ধারাবাহিকতার অংশ।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের বলেন, “মধ্য¯’তার ক্ষেত্রে নিয়ম ও কৌশল মেনে চলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের আবেগ ও চাহিদার প্রতি সম্মান ও উপলব্ধি রাখাও সমানভাবে জরুরি।”