কামরুল ইসলাম, ঢালারচর প্রতিনিধি : পাবনা জেলার আমিনপুর থানার মাশুমদিয়া ইউনিয়নের দয়ালনগর গ্রামে অবস্থিত বি.কে.ফাউন্ডেশন ও বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরীর যৌথ উদ্দ্যোগে বিনামূল্যে ৬৬ জন চক্ষু রোগীকে ব্যবস্থাপত্র ও ৫৬ জন রোগীর ছানি অপারেশন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন বি.ডি.ডি.এল এর ব্যবস্থাপনা-পরিচালক মো. আব্দুল বাতেন খান।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-সভাপতি কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম প্রামানিক, সাধারণ সম্পাদক-আবু সায়েম প্রামানিক। সভায় উপস্থিত ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা অfব্দুল গণি প্রামানিক, হবিবর রহমান উল্লাহ, লোকমান উল্লাহ, সামাদ উল্লাহ এবং সায়েম খান। চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন শাহজাদপুর চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জুলফিকার আহমেদ রেজা।
