Warning: file_get_contents(/home/abcbarta/public_html/wp-content/uploads/2025/05/og-image-min.png): failed to open stream: No such file or directory in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagecreatefromstring(): Empty string or invalid image in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagesx() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 187

Warning: imagesy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 188

Warning: imagecopy() expects parameter 2 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 192

Warning: imagedestroy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 193

বঙ্গবন্ধু ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালা

শেয়ার করুন:

আসাদুজ্জামান বিকাশ :

পাবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হ্যামিলওয়ানের বাঁশিওয়ালার মত। তার ডাকে সারা দিয়েই আমরা মুক্তিযুদ্ধ করেছি। দেশ স্বাধীন হওয়ার পর আমরা তার ফেরার অপেক্ষায় ছিলাম। ১০ জানুয়ারি ১৯৭২ সালে তিনি দেশে ফিরেছেন যেটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য আনন্দের দিন ছিল। সেই কারণে আজও আমরা দিনটিকে আনন্দের সঙ্গে পালন করি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একটি সমৃদ্ধশালী দেশ চেয়েছেন। আজ আমাদেরকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে। এই বিশ্ববিদ্যালয় যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাই আমাদের প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির উৎকর্ষ সাধন করে তার ফলাফল সমাজে ছড়িয়ে দিতে হবে

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১০ জানুয়ারী ২০২৩ইং সকাল ১১টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ‘জনক জ্যোতির্ময়’ এ এসে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর স্মারক ম্যুরাল ‘জনক জ্যােতির্ময়ে’ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বেশ কিছু বিভাগ ও দপ্তর।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা করা হয়।

উক্ত অনুষ্ঠানে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল আলম, প্রক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা সহ একাধিক বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: