এম এ খালেক খান পিভিএম :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের সার্বিক ব্যবস্থাপনায় ও এনসিসি ব্যাংকের সহায়তায় বগুড়ার সোনাতলার কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। বগুড়ার সোনাতলা বালুয়াহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ১৭ জুন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে এনসিসি ব্যাংকের বিশেষ সিএসআরের আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কৃষি উপকরণ বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।কৃষি উকপরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন,বালুয়াহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মন্ডল ও সংসদ সদস্যর পুত্র সাখাওয়াত হোসেন সজল প্রমুখ।টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান বক্তব্য দেন।তিনি উপস্থিত সকলকে টিএমএসএসের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরো বলেন, টিএমএসএসশিক্ষা,স্বাস্থ্য,পরিবেশ উন্নয়ন,বাল্য বিবাহ রোধ,তথা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আজকের এ অঞ্চলের কৃষকদের মধ্যে এনসিসি ব্যাংকের সহায়তায় ও টিএমএসএসের ব্যবস্থাপনায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ সত্যিকার অর্থে প্রশংসনীয়।অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য দেন এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মনিরুল আলম।কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার চারশত জন কৃষকদের মাঝে ৪০ কেজি সমপরিমাণ ১৭ প্রকার বীজ ও সার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য সাহাদারা মান্নান তার বক্তৃতায় বলেন,আমাদের দেশ কৃষি প্রধান দেশ।কৃষকরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অতি কষ্ট করে দেশের মানুষের জন্য ফসল ফলায়।এ জন্য কৃষকদের বেশি, বেশি মূল্যায়ন করা দরকার। কৃষিবীদ ও আমাদের কৃষকদের সম্মিলিত,অক্লান্ত পরিশ্রম ও কঠোর প্রচেষ্টায় আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।আগামীতে এই ধারা অব্যহত রাখতে কৃষকদের উৎসাহ ও সর্বাত্বক সহায়তা প্রদান করার চেষ্টা করা হবে।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,সরকারি,বেসরকারি কর্মকর্তা,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকাবাসী,এনজিও কর্মী,এনসিসি ব্যাংক কর্মকর্তা,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।