পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস অ্যাকটিভেশন প্রোগ্রাম উদ্বোধন

পাবনাা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস অ্যাকটিভেশন প্রোগ্রাম উদ্বোধন
শেয়ার করুন:

এ কে খান :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেছেন, আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দিতে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। বুধবার ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগি শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিলস্ অ্যাক্টিভেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল উপযুক্ত কথাগুলি বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই প্রকল্পের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ২ তে সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। পাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রোগ্রামের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও কার্যকারীতা সম্পর্কে নানা দিক নিদেশনা মূলক বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ শাখাওয়াত হোসেন ও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রহমান। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‘‘বিশ্ব পরিসরে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে তোমাদের দক্ষতার প্রসার ঘটাতে হবে। তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে রিসোর্স বা সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের জনসংখ্যা বিশাল কিন্তু সম্পদ সীমিত, এই স্বল্প সম্পদকে সুন্দর ও সৎভাবে কাজে লাগাতে হবে। সেই সাথে প্রত্যেককে নিয়মের মধ্যে থেকে নিজের দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। সময়কে কাজে লাগিয়ে নিজেকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করা, দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে। স্বপ্নকে বড় পরিসরে দেখা এবং তা বাস্তবে পরিণত করতে মনোবলকে দৃঢ় করা। এ ছাড়া রাষ্ট্রের প্রতিটি অর্থকে সঠিকভাবে ব্যবহার করে সমাজের উন্নয়নে ভ‚মিকা রাখতে হবে।’’ সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহমান সভাপতির বক্তব্যে জানান, পাবিপ্রবি ছাড়াও শিক্ষার্থীদের জন্য এ প্রশিক্ষণটি ২৮টি বিশ্ববিদ্যালয়ে চলমান আছে। সিএসই বিভাগের তত্ত¡াবধানে ৫৮২ জন শিক্ষার্থী সনদ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের সাথে আরও ৬০০ জন শিক্ষার্থী যুক্ত আছেন। আরও উপস্থিত ছিলেন শিল্প বিশেষজ্ঞ মো. আফরোজ আল আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ রাহিদুল ইসলাম, সিএসই বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: