মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী :: মওলা আলী শেরে খোদা আলাইহি ওয়াসাল্লাম কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর দিয়ে সৃষ্টি করেছেন। মওলা আলী শেরে খোদা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ও নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ ও নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মওলা আলী শেরে খোদা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক মিরাজের রজনীতে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মওলা আলী শেরে খোদা আলাইহি ওয়াসাল্লাম এর কন্ঠে কথা বলেছেন। কারণ, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে মওলা আলী শেরে খোদা আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম বেশি ছিল। মওলা আলী শেরে খোদা আলাইহি ওয়াসাল্লাম এর কন্ঠে কথা বলেছেন। কারণ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তত প্রশান্ত হয়। পবিত্র মেরাজের রজনীতে মহান আল্লাহ তায়ালা রাসুলুল্লাহ ﷺ এর সাথে মাওলা আলীর কন্ঠে কথা বলেছেন (সুবাহানাল্লাহ) এ সম্পর্কিত বর্ণনা আহলে সুন্নাত সমর্থিত অনেক মুসতানাদ কিতাবে বর্ণিত হয়েছে। এখানে আহলে সুন্নাতের প্রসিদ্ধ আকাবির উলামাদের অন্যতম আলআল্লামাতুল কবীর আশশায়খ সুলাইমান ইবনে আশ শায়খ ইবরাহীম আলহোসাইনী আলবলখী আলকন্দুজী আলহানাফী (রহ.) সুবিখ্যাত কিতাব ‘ইউনাবিউল মুয়াদ্দাত’ কিতাব থেকে এ সংক্রান্ত হাদীসখানা তুলে ধরা হলো। নিচে আরো কিতাবের রেফারেন্স দেয়া হলো।
আগ্রহী পাঠকগণ সে রেফারেন্সগুলোও ঘেঁটে দেখতে পারেন। عن ابن عمر قال: سمعت النبي (صلى الله عليه وآله) وقد سئل: بأي لغة خاطبك ربك ليلة المعراج؟! قال: خاطبني ربي بلغة علي بن أبي طالب، وألهمني أن قلت: يا رب خاطبتني أنت أم علي؟! فقال: يا محمد، أنا شيء لا كالأشياء، ولا أقاس بالناس، ولا أوصف بالشبهات. خلقتك من نوري، وخلقت علياً من نورك، واطلعت على سرائر قلبك، فلم أجد في قلبك أحب إليك من علي بن أبي طالب، فخاطبتك بلسانه، كيما يطمئن قلبك. অর্থাৎ: হযরত আবদু্ল্লাহ্ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী করিম [সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামা]কে বলতে শুনেছি, যখন তাঁকে জিজ্ঞেস করা হয়- মিরাজের রাতে আল্লাহ্ আপনার সাথে কার কন্ঠে আওয়াজে ও লেহজায়) কথা বলেছেন? তিনি বললেন, “আল্লাহ আমার সাথে আলী ইবনু আবি তালিব (আলাইহিমাস সালাম)’র কন্ঠে কথা বলেছেন। তখন আমার মনে হলো (আমি বললাম)- ‘হে আমার প্রতিপালক! আপনি কথা বলছেন, নাকি আলী?’ তখন আল্লাহ বললেন, “হে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামা), আমি এমন যে, কোন বস্তুর ন্যায় নই। আমাকে কোনো মানুষের সাথে কেয়াস করা যায় না। আমার গুণাবলী ধারণা দিয়ে বর্ণনা করা যায় না। আমি আপনাকে আমার নূর থেকে এবং আলী’কে আপনার নূর থেকে সৃষ্টি করেছি। আমি আপনার অন্তরের মধ্যে দেখলাম, সেখানে আলীর চাইতে অধিক প্রিয় কাউকে পাইনি। তাই, আমি তার’ই কন্ঠে আপনাকে সম্বোধন করেছি, যাতে আপনাট অন্তর প্রশান্ত হয়।” সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী! ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহী ওয়া আলা আলিহী। আল্লাহ তাঁর প্রিয় মাহবুবের সাথে কথা বলেছেন, আরেক মাহবুবের (মওলা আলীর) কণ্ঠে। কারণ, একে তো মওলা আলীর লকব ‘ওয়াজহুল্লাহ’ (আল্লাহর মূখপাত্র), অন্যদিকে সহীহ হাদীসের ভাষ্য অনুযায়ী, মওলা আলী আলাইহিস সালাম হলো এমন ব্যক্তিত্ব, যিনি আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল ﷺ কে সবচেয়ে বেশি ভালোবাসেন, আবার আল্লাহ এবং তাঁর প্রিয় রাসূল ﷺ ও মওলা আলীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। [সহীহ মুসলিম]
তথ্যসুত্র ১. ইয়ানাবিউল মুয়াদ্দাহ, ১ম খন্ড, পৃষ্ঠা-২৪৬ ও ২৪৭ পৃষ্ঠা। ২. খাওয়ারিজমী রচিত আল মানাকিব, ৭৮ পৃষ্ঠা। ৩. আরজাহুল মাতালিব (লাহোর প্রিন্ট), ৫০৭ পৃষ্ঠা। ৪. কাশফুল গুম্মাহ্ ১ম খণ্ড, ১০৩ পৃষ্ঠা। ৫. আল মানাকিবুল মুরতাদ্বাভিয়্যাহ (বোম্বাই প্রিন্ট), ১০৪ পৃষ্ঠা।
