পাবনা আজ সাংবাদিক শফিউর রহমান খান এর ২৪ তম মৃত্যুবার্ষিকী। কামরুজ্জামান টিপু -পাবনা,
পাবনার সাংবাদিকতা, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মনের মনি কোঠায় আজও স্মৃতিতে আম্লান। পাবনা জেলার সাংবাদিকতার অন্যতম পথিকৃত কমরেড শফিউর রহমান খান। আজ ৩১ জুলাই তার ২৪তম মৃত্যুবার্ষিকী।
১৯৩১ সালের ২৩ ডিসেম্বর পাবনা জেলার বেড়া উপজেলার কাশীনাথপুর টাংবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি। নানা দুর্যোগ ও প্রতিকুল অবস্থার মধ্যে দিয়ে শিক্ষা জীবন শেষ করেন। ১৯৮০ সালে পাবনা থেকে সর্বপ্রথম ‘পাবনা বার্তা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এর পর ১৯৯১ সালে পাবনা থেকে প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ইছামতি’ প্রকাশ করেন। ১৯৮৪ সালে কাশীনাথপুর প্রেসক্লাব পাবনা এর প্রতিষ্ঠিাতা উপদেষ্টা ছিলেন সাংবাদিক শফিউর রহমান খান ।
কাশীনাথপুর প্রেসক্লাব পাবনার পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করচ্ছি।
কামরুজ্জামান টিপু
সভাপতি
এস এম আলীম আল রাজী
সাধারণ সম্পাদক
কাশীনাথপুর প্রেসক্লাব ৬৬৮২- পাবনা।