টিএমএসএস`এর নেতৃত্বে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমকে অভিনন্দন

টিএমএসএস-এর নেতৃত্বে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমকে অভিনন্দন
শেয়ার করুন:

টিএমএসএস`এর নেতৃত্বে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমকে অভিনন্দন

বিশেষ প্রতিনিধি :

রাজশাহী বিভাগের মধ্যে দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের শ্রেষ্ঠ বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক) হিসেবে টিএমএসএস নির্বাচিত হওয়ায় এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে জাতীয় পর্যায়ে অভিনন্দন জানানো হয়েছে। তার দূরদর্শী নেতৃত্বে টিএমএসএস শুধু বগুড়া নয়, সমগ্র উত্তরবঙ্গ তথা বাংলাদেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের নেতৃত্বে টিএমএসএস ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজও রয়েছে। এছাড়াও ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, হার্ট সেন্টার সহ অসংখ্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার উদ্যোগে। এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
টিএমএসএস-এর এই স্বীকৃতি ড. হোসনে আরা বেগমের tireless effort এবং সমাজের প্রতি তার গভীর প্রতিশ্রুতিরই ফল। তার নেতৃত্ব এবং কর্মযজ্ঞ প্রমাণ করে, একজন মহীয়সী নারী চাইলে কতটা পরিবর্তন আনতে পারেন। এই গৌরব অর্জনের জন্য পাবনা থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পাবনা প্রতিনিধি, আব্দুস সোবহান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টিএমএসএসের উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা, টিএমএসএস পরিবারের পক্ষ থেকে বিশেষ করে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমকে দেশের আপামর জনসাধারণ ও বিভিন্ন মহল থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই স্বীকৃতি টিএমএসএস-কে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন: