নিউট্রিশন এডুকেশন এক্সপো–২০২৫ : প্রমাণ ভিত্তিক পুষ্টিতে স্বাস্থ্য সুরক্ষায় টিএমএসএস নার্সিং কলেজের উদ্যোগ

নিউট্রিশন এডুকেশন এক্সপো–২০২৫ : প্রমাণ ভিত্তিক পুষ্টিতে স্বাস্থ্য সুরক্ষায় টিএমএসএস নার্সিং কলেজের উদ্যোগ
শেয়ার করুন:

নিউট্রিশন এডুকেশন এক্সপো–২০২৫ : প্রমাণ ভিত্তিক পুষ্টিতে স্বাস্থ্য সুরক্ষায় টিএমএসএস নার্সিং কলেজের উদ্যোগ
এ কে খান :
বগুড়ায় টিএমএসএসের স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস নাসিং কলেজ কর্তৃক আয়োজিত “নার্সিং হেলথ থ্রু এভিডেন্স-বেসড নিউট্রিশন” প্রতিপাদ্যকে সামনে রেখে টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়ায় বি.এসসি ইন নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী “নিউট্রিশন এডুকেশন এক্সপো-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। প্রমাণ ভিত্তিক পুষ্টি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ জুন কলেজ ক্যাম্পাসক্যাম্পাসে আয়োজিত এই মেলায় শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে উৎসাহ জাগানোর প্রচেষ্টা চালানো হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশন মূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। এছাড়াও এক্সপো সফল করতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও বিশেষ ভূমিকা পালন করেন টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস গভর্নিং বডির উপদেষ্টা লায়ন আয়শা বেগম, টিএমসি ও আরসিএইচ-এর পরিচালক অবঃ বিগ্রে: জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান ও টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল প্রমূখ। এই অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন টিএমএসএস নার্সিং কলেজের প্রভাষক সালেম এ রহিম। এই শিক্ষা মেলাটি শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনে এবং তা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে উপস্থাপনে সহায়তা করেছে, যা সুস্থ জাতি গঠনে এক ইতিবাচক পদক্ষেপ। এ সময় টিএমএসএস নাসিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: