এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশে থ্রিজির সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বহুপ্রতিভার অধিকারী, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের আওতাধীন পরিচালিত লক্ষিপুর জেলার বন্যাদূর্গত এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি ২৮ আগস্ট লক্ষিপুর জোনের, লক্ষিপুর জেলার লক্ষিপুর যুব ভবন কেন্দ্রে এলাকার বন্যাদূর্গত মানুষের মধ্যে নানা খাদ্য সামগ্রী বিতরণ করেন। অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম হেলিকপ্টার যোগে লক্ষিপুর জেলার ব্যাপক বন্যা কবলীত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরে তিনি টিএমএসএস কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি টিএমএসএসের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এ এলাকার বন্যায় ক্ষতি গ্রস্থ মানুষের মধ্যে টিএমএসএসের মানবিক কর্মকান্ড গুলো যথাশীঘ্র পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি হেলিকপ্টার যোগে বন্যা কবলীত এলাকা পরিদর্শন করে ব্যাপক ক্ষয় ক্ষতি দেখতে পান। তিনি ক্ষতি গ্রস্থ মানুষের ধৈর্য ধারণ করতে ও মহান আল্লাহ প্রতি বিশ্বাস রেখে পরবর্তী কার্যক্রম পরিচালনার আহবান জানান। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে লক্ষিপুর যুব কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ ও টিএমএসএসের পরিচালক ফাতেমা খাতুন রিমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের, ডোমেইন প্রধান উপ-পরিচালক মোঃ মাহবুবুল হাসান, সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক, লক্ষিপুর জোনাল ম্যানেজার দেব নারায়ণ সাহা, এরিয়া প্রধান মোঃ সাইফুল ইসলাম ও শাখা প্রধান প্রমুখ। অন্যদের মধ্যে, এলাকার গন্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ, এনজিও কর্মী, উপকার ভোগী মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য টিএমএসএসের সকল কর্মকর্তা-কর্মচারীর একদিনের সমপরিমান বেতনের টাকা দেশের পূর্বাঞ্চলের বন্যা দুর্গত মানুষের মধ্যে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।