আরিফ খানঃ বেড়া-সাঁথিয়ার সর্বস্তরের মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সামসুল হক টুকু এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ৬৮, পাবনা-১ সাঁথিয়া-বেড়া (আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সামসুল হক টুকু এমপি ঢাকা থেকে সড়কপথে বেড়া আসেন। নির্বাচনী এলাকার সীমান্ত এলাকার বাঘাবাড়ি ব্রিজে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন দুই উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা। সেখান থেকে হাজার হাজার মোটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজি, আটোভ্যান নিয়ে শোভাযাত্রার মাধ্যমে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড গোল চত্তরে জমা হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সামসুল হক টুকু কে গনসংবর্ধনায় অভিনন্দন জানান।
এ সময় তাকে বরণ করে নেন বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আসিফ শাম্স রঞ্জন, বেড়া উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো.আবু সাঈদ, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, সাঁথিয়া পৌর মেয়র মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, পাবনা জেলা পরিষদের সদস্য মো.ময়সার সহ গনসংবর্ধনায় দুই পৌরসভা ও দুই উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সমর্থক ও জনসাধারণের হাজারও মানুষের ঢল নামে।
এ সময় সামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকার প্রত্যাশার প্রাধান্য দিয়ে আবারও আমাকে মনোনয়ন দিয়েছেন। সাঁথিয়া-বেড়া (আংশিক) উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে দলের এই ক্ষুদ্র কর্মীর প্রতি আস্থা রাখায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি। সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও জনসাধারণকে আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্র ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।