বগুড়াসহ দেশব্যাপী টিএমএসএস প্রতিষ্ঠানে শোক দিবস পালন

শেয়ার করুন:

এম এ খালেক খান  :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়াসহ সারা দেশের প্রতিষ্ঠান সমূহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,শেখ কামাল,শেখ জামাল,শেখ রাসেল সহ তাঁর পরিবারের সদস্যদের ৪৮-তম শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট  জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় টিএমএসএসের হেল্থ সেক্টরের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয়। টিএমএসএস পরিচালিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মেডিকেল কলেজে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তদান কর্মসূচী, কলেজের লেকচার গ্যালারীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন সভাপতিত্ব করেন। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর প্রামান্য চিত্র প্রদর্শণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ  বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, হেল্থ সেক্টরের চিকিৎসা চিকিৎসা শিক্ষা ডোমেইনের,ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী, মেডিকেল কলেজের এ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকার ও মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বক্তারা ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক ও তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ উপলক্ষে টিএমএসএসের হেম সেক্টর পরিচালিত সারা দেশের সকল শাখা অফিস কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটিতে আলোচনা সভা,দোয়া,মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়। বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত আলোচনা সভা, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আয়শা বেগম। টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি,ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকলে কলেজ হাসপাতাল ও জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটের যৌথ আয়োজনে জাতির জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচী পালন করে। টিএমএসএসের ইঞ্জিনিয়ারিং কলেজ,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট, দাখিল মাদ্রাসা ও ইয়াতিম খানাসহ সকল প্রতিষ্ঠানে দিবসটিতে আলোচনা সভা, বৃক্ষ রোপন ও নানা কর্মসূচী পৃথক পৃথক ভাবে পালন করে। এছাড়াও টিএমএসএস পরিচালিত কৈশোর কর্মসূচির বিভিন্ন শাখায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এ সকল প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে টিএমএসএসের উপদেষ্টা, পরিচালক, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারী,নানা শ্রেণির মানুষ,গন্যমান্য ব্যক্তি বর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: