Warning: file_get_contents(/home/abcbarta/public_html/wp-content/uploads/2025/05/og-image-min.png): failed to open stream: No such file or directory in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagecreatefromstring(): Empty string or invalid image in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagesx() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 187

Warning: imagesy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 188

Warning: imagecopy() expects parameter 2 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 192

Warning: imagedestroy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 193

ময়মনসিংহ জেলায় টিএমএসএসের উদ্যোগে কৃষকদের মধ্যে বীজ বিতরণ

শেয়ার করুন:

এম এ খালেক খান :

উত্তর জনপদের প্রবেশদ্বার বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের আওতাধীন পরিচালিত, ময়মনসিংহ জেলার সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ উন্নত জাতের ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।ময়মনসিংহ জেলার নেত্রকোনা জোনের,নেত্রকোনা এরিয়ার টিএমএসএসের শম্ভুগঞ্জ শাখা আয়োজিত সদর উপজেলার ৭ নং চরনীলক্ষিয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ১২ জুলাই উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের মধ্যে উফসি জাতের ব্রী ৪৯ ধানের বীজ ও সবজির বীজ বিতরণ করা হয়।চরনীলক্ষিয় ইউনিয়ন পরিষদ  কার্যালয়ের অডিটোরিয়ামে টিএমএসএস আয়োজিত টিএমএসএসের অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহনের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ সোহেল রানা শিশির।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং চরনীলক্ষিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুর ইসলাম ও টিএমএসএসের নেত্রকোনা জোনের,জোন প্রধান মোঃ মাহাবুব আলম প্রমুখ।অনুষ্ঠানে টিএমএসএসের নেত্রকোনা এরিয়া প্রধান মোঃ আব্দুল আওয়াল ও শম্ভুগঞ্জ শাখা প্রধান মোঃ সেলিম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।তিনি উপস্থিত সকল কে টিএমএসএসের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএসের লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরো বলেন টিএমএসএস আগামীতে আরো বেশী বেশী করে এমন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যাশা করে।অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩৬০ জন দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে  প্রতি জনকে ১০ কেজি করে ব্রী ৪৯ ধানের বীজ ও ৫০০ গ্রাম সবজির বীজ ফ্রী বিতরণ করা হয়।এ সময় টিএমএসএসের শম্ভুগঞ্জড শাখার কর্মকর্তা,সুবিধাভোগী কৃষক,স্থানীয় গন্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: