বগুড়ায় পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপন পরিচালক কর্তৃক গাক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

শেয়ার করুন:

উত্তরাঞ্চল প্রতিনিধি  :

উত্তর জনপদে অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক এর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সরেজমিন পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।তিনি গত ২৮-২৯ নভেম্বর বগুড়ার বিভিন্ন এলাকায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর নানা কার্যক্রম পরিদর্শন করেন।পরে তিনি বগুড়ায় গাক এর প্রধান কার্যালয়ে পৌঁছালে তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন।পরবর্তীত তিনি গাক কার্যালয়ে কর্মকর্তাদের সাথে সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে সংস্থার প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য দেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।তিনি সংস্থার বিভিন্ন চলমান কর্মসূচি আরও জোরদার করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি গাক এর বিভিন্ন চলমান কর্মসূচি দেখে সন্তোষ প্রকাশ করেন।এ সময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড.মাহবুব আলম,পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান,পরিচালক (এমএফ) পংকজ কুমার সরকার,পরিচালক (এসএমএপি) আবু রায়হান মিয়া,পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীন নিরীক্ষা) হুমায়ুন খালেদ, পরিচালক (আইসিটি এন্ড আরএম) রাইহানুস সাআদাত,উপ-পরিচালক (অর্থ ও হিসাব) রাফিউল ইসলাম ও খোরশেদ আলম,সহকারী পরিচালক সাইদুল ইসলাম,বিভিন্ন ইউনিট প্রধানগন ও ম্যানেজমেন্ট ট্রেইনিসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গাক’র বিভিন্ন কার্মসূচি,গাক চক্ষু হাসপাতাল ও জিগ্যালোর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে সংস্থার উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা গ্রহণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় গাক এর বিভিন্ন পযার্য়ের উপদেষ্টা,পরিচালক,কর্মকতা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: