আব্দুল খালেক পিভিএম।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিদর্শন করেন Cotton Connect এর সিইও মি,এলিসন ওয়ার্ড।তিনি ২৬/৭/২২ তারিখ বগুড়ার টিএমএসএস কার্যালয়ে পৌঁছালে তাঁকে টিএমএসএসের পক্ষ থেকে গুলনাহার পারভীন ও মোঃ সোহরাব আলী খানসহ কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।পরে টিএমএসএস কর্মকর্তাদের সাথে সংস্থার সামাজিক,মানবিক তথা সার্বিক কার্যক্রম বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নেয় Cotton Connect এর সিইও মি,এলিসন ওয়ার্ড।এ সময় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,টিএমএসএস পরিচালনা পর্ষদের সভাপতি গুলনাহার পারভীন,উপনির্বাহী পরিচালক ২ ডাঃ মতিউর রহমান,উপনির্বাহী পরিচালক ৩ সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান,অপারেশান ১,বগুড়া ডোমেইন প্রধান উপ-পরিচালক মোঃ রেজাউল করিম,আইসিটি পরিচালক,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস আহম্মদসহ টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।মি,এলিসন ওয়ার্ড টিএমএসএসের বিভিন্ন সামাজিক,মানবিক তথা সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে তারা টিএমএসএসের বগুড়ার পল্লী মঙ্গল শাখার কদিমপুর গ্রুপ পরিদর্শন ও শাখার সদস্যদের সাথে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।শেষে টিএমএসএসের বগুড়া কেন্দ্রীয় জোনে মহিলা উদ্যোক্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। মি.এলিসন ওয়ার্ড টিএমএসএস প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সকলের সাথে মতবিনিময় করার জন্য তাঁকে টিএমএসএসের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনেয়ার বেগম ধন্যবাদ জানান জানান।