চুনারুঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামিদের আটক করে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ আলী আশরাফ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক করা হয়েছে বলে জানা যায়।
চুনারুঘাট থানা পুলিশ এর বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী রুবেল মিয়া,সেলিম মিয়া, শাহিন মিয়া এবং জিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী নোমান মিয়াা, এখলাছ মিয়া, অনু মিয়া,লিটন মিয়া সহ (সিআর-১২/০৫, সিআর-৩৮৫/০৯) এর সাজা প্রাপ্ত, এবং সিআর-৮৮/১০, সিআর ৪২/১৪, সিআর ৩৮৮/০৯, দায়রা ১৬৭/১৬, ০৩টি ডাকাতির মামলা (জিআর-১১৩/১০, জিআর ২৩৭/১৫, জিআর-৭৫/১৪,) জিআর-২৬৫/১১ সহ মোট ১০টি মামলার ওয়ারেন্ট ভূক্ত এভ সকল পলাতক আসামীসহ কূখ্যাত ডাকাত ফটিক মিয়া (২৮)পিতাঃ আব্দুস শহীদ উপজেলার চামলতলী কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এসময় থানা পুলিশের পক্ষ থেকে অপরাধীদের কেউ ছাড় পাবেনা বলে কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়।

শেয়ার করুন: