রাণীশংকৈলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

শেয়ার করুন:

রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (৮ আগস্ট) জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেই সাথে তথ্য কেন্দ্রের উদ্যোগে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  
সভায় বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগি মহিলা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও  সংগ্রামমুখর রাজনৈতিক জীবনে বঙ্গমাতার গুরুত্বপূর্ণ অবদানের কথা সবিস্তারে তুলে ধরেন।  পরে ৯ জন উপকারভোগি দুঃস্থ মহিলার প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ৭ জনকে ২০২২-২৩ বছরের অনুদান চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। 

আনসার ভিডিপি’র মহাপরিচালকের মাদারীপুর ব্যাটালিয়ান আনসার পরিদর্শন

এম এ খালেক পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি, পিএইচডি ৮ আগস্ট মাদরীপুর জেলার কুলপদ্বি ২৫ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন ও মতবিনিময় করেন। মহাপরিচালক ২৫ আনসার ব্যাটালিয়নে পৌঁছালে ব্যাটালিয়ানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে ব্যাটালিয়ান কর্তৃক মহাপরিচালক কে গার্ড সালাম প্রদান করা হয়। পরবর্তীতে ২৫ আনসার ব্যাটালিয়নের অফিস কক্ষে মহাপরিচালক কে ব্যাটালিয়নের জনবল,স্হাপনা, ক্যাম্প, প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। ২৫ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোঃ আইয়ূব আলী তাঁকে ব্রিফিং প্রদান করেন। মহাপরিচালক দরবারে অংশগ্রহণ করেন। তিনি দরবারে উপস্থিত ব্যাটালিয়ন আনসারদের উদ্দেশ্যে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন তৃণমূলের এ সংগঠের কর্মকান্ডকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য ন্যায় নিষ্ঠার সাথে পালনের আহবান জানান। দরবার শেষে মহাপরিচালক  ব্যাটালিয়নের অস্ত্রাগার ও বিভিন্ন স্হাপনা পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ২৫ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোঃ আইয়ুব আলী ও পরিচালক প্রশাসন জাহানারা আক্তার প্রমুখ।মহাপরিচালক ব্যাটালিয়ানের বিভিন্ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপ-পরিচালকগন ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।পরে মহাপরিচালক ২৫ আনসার ব্যাটালিয়ান চত্বরে বৃক্ষের চারা রোপন করেন।

শেয়ার করুন: