চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো

শেয়ার করুন:

‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউভেন্তুস। দুই অর্ধে পেনাল্টি থেকে গোল দুটি করেন মিরালেম পিয়ানিচ।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথম ভালো সুযোগ পায় ইউভেন্তুস। ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে ঠিক মতো শট নিতে পারেননি রোনালদো। গোল মুখে বল পেয়ে যান মারিও মানজুকিচ। খুব কাছে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড।

সপ্তম মিনিটে সামি খেদিরার অবিশ্বাস্যভাবে সুযোগ নষ্ট করলে আবার হতাশ হতে হয় ইতালিয়ান চ্যাম্পিয়নদের। ফেদেরিকোর কাছ থেকে গোলমুখে বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান জার্মান মিডফিল্ডার।

২১তম মিনিটে দুবার দলকে বাঁচান ভালেন্সিয়ার ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো। খুব কাছ থেকে ফেদেরিকোর শট ফেরানোর পর ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ব্লেইস মাতুইদির চেষ্টা।

জেইসন মুরিয়োকে হালকা ধাক্কা দিয়ে ২৯তম মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। ইউরোপের ক্লাব পর্যায়ের সেরা এই প্রতিযোগিতায় ১৫৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন তিনি।

ম্যাচের এই বাঁক বদল কাজে লাগাতে পারেনি ভালেন্সিয়া। অবশ্য ১০ জনের দলে পরিণত হওয়া ইউভেন্তুসকে চেপে ধরেছিল তারা। ৩৭তম মিনিটে মিচি বাতশুয়াইয়ের শট ফিরিয়ে অতিথিদের ত্রাতা গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।

৪৩তম মিনিটে দলকে প্রায় এগিয়েই নিচ্ছিলেন জোয়াও কানসেলো। একটি ক্রসে ঠিকমতো শট নিতে পারেননি তিনি। তবে বল নিজের নিয়ন্ত্রণেই থাকায় আবার শট নেওয়ার সুযোগ পান তিনি। এবার গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বল ফিরে মাঠে।

বিপদমুক্ত করার চেষ্টায় ডি-বক্সে কানসেলোকে ফাউল করে বসেন দানিয়েল পারেয়ো। সফল স্পট কিকে ৪৫তম মিনিটে দলকে এগিয়ে নেন পিয়ানিচ।

ডি-বক্সে লিওনার্দো বোনুচ্চিকে মুরিয়ো ফাউল করলে আবার পেনাল্ট পায় ইউভেন্তুস। আবার নেতোকে ফাঁকি দিয়ে ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়ানিচ।

আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া স্প্যানিশ দলটি দ্বিতীয়ার্ধে প্রবল চাপে রাখে ইউভেন্তুসকে; কিন্তু জালের দেখা পায়নি।

যোগ করা সময়ে একটি ক্রস বিপদমুক্ত করার চেষ্টায় লাফিয়ে হেড করার সময় গাব্রিয়েল পাউলিস্তার মুখে দানিয়েল রুগানির কনুই লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ভালেন্সিয়া অধিনায়ক। পারেয়োর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভয়চেখ।

‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে পল পগবার জোড়া গোলে ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইয়াং বয়েজের মাঠে ৩৫তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন পল পগবা। ৪৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।

শেয়ার করুন: