তৃণমূলে নজর নেই বিএনপির, পক্ষ-বিপক্ষ বাড়ছেই

শেয়ার করুন:

কিছুদিন পরপরই গণমাধ্যমে খবর আসছে- কমিটি ঘোষণায় অনিয়ম, টাকার বিনিময়ে কমিটিতে পদ দেয়াসহ নানা বিষয়। এমন অনিয়মে পদবঞ্চিত নেতারা আগ্রাসী হয়ে দলীয় কার্যালয় ভাঙচুরসহ তালা ঝুলিয়ে দিচ্ছে। একই ঘটনা প্রকাশ্যে এসেছে খুলনাতেও। ১৬ সেপ্টেম্বর অর্থের লোভে ঘোষিত অবৈধ কমিটি বাতিলের দাবি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, ২০১৬ সালের ১৩ অক্টোবর আংশিক কমিটি ঘোষণার দু’বছর পর হঠাৎ করে মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটির মেয়াদ শেষ হতে বাকি মাত্র এক মাস। অনুমোদন দেওয়া মহানগর কমিটি, চারটি থানা ও একটি কলেজ কমিটিতে মাদক বিক্রেতাসহ একাধিক মামলার আসামিদের স্থান দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে অসাংগঠনিক পন্থায় এ কমিটি করা হয়েছে। বিক্ষুদ্ধ নেতারা পাল্টা কমিটি করে ঘোষিত এ কমিটি প্রতিরোধের ঘোষণা দেন।

এমন অনিয়মের অভিযোগ এবারই নতুন নয়। রাজশাহী, বগুড়া, বরিশাল, ভোলাসহ একের পর এক দেশের বিভিন্ন অঞ্চলে কমিটি ঘোষণা কিংবা অনিয়মের অভিযোগে ছাত্রদল-যুবদলের কর্মীরাই কার্যালয়ে তাল ঝোলাচ্ছেন। ভাঙছেন স্থানীয় বিএনপির বিভিন্ন অফিস।

প্রসঙ্গত, গত ৩ জুন বরগুনায় যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একইদিনে ভোলায় কেন্দ্র থেকে জেলা যুবদল কমিটি ঘোষণার পর শহরে বিক্ষোভ মিছিল ও গণপদত্যাগের আলটিমেটাম দেয় যুবদল ও জেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। পরে তারা জেলা বিএনপি অফিস ও জেলা যুবদল অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং ভঙচুর করে। ২১ আগস্ট বরিশাল ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় সভাপতি ছবি সংবলিত পোস্টার টানিয়ে তাতে ঝাড়ু পেটা ও ঝাড়ু মিছিল করেন। পরে কার্যালয় ভাঙচুর করে।

সম্প্রতি একই ঘটনা ঘটেছে রাজশাহী বিএনপিতেও। ২৬ আগস্ট ছাত্রদলের ৬টি থানা ও ৩টি কলেজের কমিটি ঘোষণার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে ২৭ আগস্ট তারা কার্যালয় ভঙচুর করে। একে একে রাজশাহী জেলার প্রতিটি কার্যালয় ভাঙচুরের হুশিয়ারি দেয় তারা। এরপর এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বগুড়া বিএনপিতে। ২৮ আগস্ট বগুড়ার কাহালু উপজেলা বিএনপি অফিসে তালা দিয়েছে বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা।

শেয়ার করুন: