Warning: file_get_contents(/home/abcbarta/public_html/wp-content/uploads/2025/05/og-image-min.png): failed to open stream: No such file or directory in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagecreatefromstring(): Empty string or invalid image in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagesx() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 187

Warning: imagesy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 188

Warning: imagecopy() expects parameter 2 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 192

Warning: imagedestroy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 193

তাড়াশে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র বিতরণ

শেয়ার করুন:

 

সিরাজগঞ্জের তাড়াশে ২০২০-২০২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়, অর্ধেক মূল্যে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার তালম গ্রামের কৃষক মো. আতাহার আলীর হাতে এ কৃষি যন্ত্রের চাবি তুলে দিয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এর পর আরো ৭টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লূৎফুন নাহার লূনা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো .বাবুল শেখ, বারুহাস ইউপি,চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-মামুনসহ অন্যান্যরা।

এ সময় এমপি আজিজ বলেন, মেটাল এগ্রো লিমিটেডের ধান কাটার এ মেশিনটির মূল্য ২৩ লক্ষ পঞাশ হাজার টাকা। সরকার কৃষি প্রণোদনার আওতায় অর্ধেক মূল্যে কৃষককে ভতুর্কি দিয়েছে। চলতি বোরো মৌসুমে আটটি ধানকাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করা হচ্ছে। যা এ অঞ্চলের কৃষককে সাশ্রয়ী মূল্যে ধান কাটতে সহায়তা করবে।

শেয়ার করুন: