Warning: file_get_contents(/home/abcbarta/public_html/wp-content/uploads/2025/05/og-image-min.png): failed to open stream: No such file or directory in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagecreatefromstring(): Empty string or invalid image in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagesx() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 187

Warning: imagesy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 188

Warning: imagecopy() expects parameter 2 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 192

Warning: imagedestroy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 193

দু পা বিহীন পান দোকানীর আপদ কালীন দ্বায়িত্ব নিলেন পাবনা বেড়া উপজেলা নির্বাহি অফিসার আসিফ আনাম সিদ্দিকি।

শেয়ার করুন:

 

সোমবার দুপুরের আকস্মিক বাজার পরিদর্শনে এলেন বেড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা।বাজারের বিভিন্ন অনিয়ম খুঁজতে হটাৎ মাছ বাজারের প্রবেশ মুখে এসে দাঁড়িয়ে গেলেন।অত্যান্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন সরকারি নিয়ম উপেক্ষা করে আপনি দোকান খুলছেন কেন?।

পান দোকানী ও নির্ভয়ে জবাব স্যার আজ কয়েকদিন দোকান বন্ধ রেখে হাতে যা ছিল সব শেষ।মহাজনের কাছে অনুনয় বিনয় করে কিছু পান এনেছি।আগেরই অনেক টাকা পাওনা রয়েছে তার।এগুলো বিক্রি করে তাকে টাকা দিতে হবে।কিছু লাভ হলে তা থেকে কিছু সংসার খরচ বের করে বাড়িতে আহারের ব্যবস্থা করবো বলে উপায়হীন হয়েই দোকান খুলেছি।আব্দুল ওয়াদুদ নামের এ দোকানীর কথায় আসিফ আনাম সিদ্দিকি মর্মাহত হন।তাকে করোনা ভাইরাস সম্পর্কে বোঝায়ে তাৎক্ষনিকভাবে দোকানটি বন্ধ করতে বাধ্য করেন।

এ সময় তিনি তার পরিবারের দ্বায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।অাপদকালীন সময়ের যাবতীয় সমস্যা তিনি দেখবেন ঘোষনা দিয়ে তাকে তার কর্মস্থলে নিয়ে যান।উৎসুক মানুষ এ সময় তার কাজের প্রসংসা করেন।বাজার পরির্দশনে এসে তিনি কয়েক ব্যবসায়ীকে সতর্ক করেন মুল্য তালিকা না টানানোর জন্য।এক ব্যবসায়ীকে দোকান খোলারাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।জনসাধারণকে অতিপ্রয়োজন ছাড়া বাজারে আসতে নিষেধ করেন। এবং প্রতিদিন তার অভিযান চলবে বলে জানান দিয়ে যান।
————————————————————
কপিঃ আরিফুর রহমান ভাই।

শেয়ার করুন: