
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের পথে।’
মঙ্গলবার (২০ মার্চ) পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এর আয়োজনে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রেসবিফিং কালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সিপিডি এর ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথম বারের মতো পেল আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদন্ড পুরণের স্বীকৃতি। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য বিশাল অর্জন। অপতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার ক্ষেত্রে এই ঘোষনা গুরুত্বপুর্ণ। উন্নত দেশ গড়তে সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উন্নয়নশীল দেশের পথে।’
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, সালমা খাতুন, রুহুল আমীন, সাংবাদিক আব্দুল মতিন খান, আখিনুর রহমান রেমন, জেলা তথ্য কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।