হবিগঞ্জে সড়কের অভাবে ২ লাখ মানুষের বিড়ম্বনা

হবিগঞ্জে সড়কের অভাবে ২ লাখ মানুষের বিড়ম্বনা
শেয়ার করুন:
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১নং  লাখাই ইউনিয়নে একটি আডুবা  সড়কের অভাবে ২ লাখ  লোকের বিড়ম্বনা। ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত লাখাই উপজেলার ১নং  লাখাই ইউনিয়নটি হবিগঞ্জ জেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। ফলে এ ইউনিয়নের লোকজন নানা সমস্যার সম্মুখীন। যদিও কয়েক বছর আগে বামৈ দরগাবাড়ী হইতে লাখাই বাজার পর্যন্ত সাবমার্জিবুল রাস্তা করা হয়েছিল কিন্তু বর্ষাকালে ওই ইউনিয়নবাসীর দূর্গতির লাগব হয়নি। বর্ষাকালে নৌযান ছাড়া বাড়ী থেকে বেড় হওয়া তাদের একমাত্র নৌকাই ভরসা। খোঁজ নিয়ে জানা যায় লাখাই ইউনিয়নের আয়াতন ১১,৮২ একর আর জনসংখ্যার দিক থেকে সেখানে বসবাস করেন ২ লাখের উপরে মানুষ । এ ইউনিয়নে গ্রাম সংখ্যা ১৫ টি। এ ইউনিয়নে হাওর, বিল পরিবেষ্টিত এ ইউনিয়নটির কত গুলো দ্বীপ (স্থানীয় ভাষায় হাটি) জনপদ গড়ে উঠেছে। বর্ষাকালে নৌ যোগাযোগে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াত করতে হয়।ব্রাম্মনবাড়ীয়া ও কিশোরগঞ্জ জেলার সাথে এ ইউনিয়নের সীমানা। এ ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী, কলকলিয়া ও সুতাং নদী আবহমান। মানোন্নতি থানা হিসেবে প্রতিস্টার পূর্বে লাখাই হেড কোয়াটার হিসেবে ব্যবহার হতো। এ সড়কটি আডুবা সড়কের দাবীতে ইতিপূর্বে লাখাই ইউনিয়নবাসী মানববন্ধন পর্যন্ত করেছে। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় আডুবা সড়ক নির্মানের দাবীতে সংবাদ প্রকাশিত হয়েছে।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন বর্তমানে যুগে রাস্তা ঘাট যত উন্নত হবে জাতি তত উন্নত সেই ক্ষেত্রে এ সড়কটি আডুবা সড়ক হওয়া জরুরী বলে আমি মনে করি। বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেনের সাথে আলাপ কালে তিনি বলেন উপজেলার ১নং লাখাই ইউনিয়নের দরগাবাড়ী হইতে লাখাই বাজার পর্যন্ত সাবমার্জিবুল সড়কটি আডুবা সড়ক নির্মানের জন্য আমার দপ্তর থেকে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রস্তাবনা অনুমোদন করলেই টেন্ডারের মাধ্যমে এই সড়কটি আডুবা সড়ক নির্মান করা হবে। এই আডুবা সড়ক নির্মানে কত টাকা বরাদ্দ চাওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন ওই সড়কটি আডুবা সড়ক নির্মানের জন্য ব্যয় ধরা হয়েছে ১ শত কোটি ৯৩ লাখ টাকা। তবে আমি আশাবাদী অচিরেই আমাদের প্রস্তাবনা অনুমোদন পেয়ে যাব। আডুবা সড়ক নির্মানে ইউনিয়নবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ তারা বলেন জরুরী ভিত্তিতে ১ নং লাখাই ইউনিয়নের দরগা বাড়ী থেকে লাখাই বাজার পর্যন্ত আডুবা সড়ক নির্মানে জোর দাবী জানান।
শেয়ার করুন: