হবিগঞ্জে বিদেশি মদ জব্দ, আটক ১
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানের পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে নজির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপ ভ্যানটির পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনের অভিযোগে চালক নজির উদ্দিনকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজির সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।