হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৪ নভেম্বর) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক এড. মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ বার’ এর সেক্রেটারি মোছাব্বির হোসেন বকুল, সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তুহিন হোসেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা ও ব্রাকসহ অন্যান্য প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান তার বক্তব্যে বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি ” এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে” স্মরন করিয়ে দিয়ে বলেন, আমাদের প্রত্যককে সংবিধান হৃদয়ে ধারণ করতে হবে এবং সংবিধান মেনে চলতে হবে। এর পাশাপাশি সবাইকে আইন জানার ব্যাপারে উৎসাহিত করেন।
হবিগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা
