হবিগঞ্জে গাঁজাসহ আটক ৩

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনি পিকআপ গাড়ী থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই কাজের সাথে জড়িত থাকার অপরাধে তিন মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে আটককৃত তিন মাদককারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে আটককৃত তিন মাদককারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে দাউদনগর বটগাছের নিটক থেকে একটি মিনি পিকআপ গাড়ী তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয় এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের লম্ববগী গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র শফি আহমদ বাদল (৩৫), ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্ব তোপখানা গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র এবাদুর রহমান (১৯), বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কাইতপাড়া গ্রামের মৃত দরবেশ আলীর পুত্র বাবুল মিয়া (৬০)।?

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৭ কেজি গাঁজা, যার মূল্য অনুমান ৫ লক্ষ ৭০ হাজার টাকা। এঘটনায় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন: