হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে পারকুল গ্রামে কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ দেলোয়ার হোসেন (২৫),ও সেলিম মিয়া (২২) উভয় সাং -কয়েরগাও, ডাক-জাহাঙ্গীরনগর সুনামগঞ্জ ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই গৌতম সরকারের নেতৃত্বে একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
