ডেস্ক : সিঙ্গাপুরে বুধবার নতুন করে ২,৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৩১ হাজার ৫৫৪ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনায় নতুন করে আরো দুজন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৩ জনে। হাসপাতালে ভর্তি রয়েছে মোট ৩১৫ জন। এদের মধ্যে ১৪ জন নিবিড় পরিচর্যা রয়েছে।
