সাঁথিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খাঁন এর দাফন সম্পন্ন
কামরুজ্জামান টিপু: পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর নতুনপাড়ায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খাঁন (৭০), পিতা মৃত মোয়াজ্জেম খাঁন, ২৫ ফেব্রুয়ারী শুক্রবার রাত আনুমানিক ১:২০ মিনিটে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।
মৃত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খাঁন মুক্তি যুদ্ধে অংশগ্রহন করেন এবং দেশ স্বাধীন হওয়ার পরে কর্মজীবনে বিডিআর এ চাকরি করেন। অবসরপ্রাপ্ত হওয়ার পরে তিনি এলাকাতে ব্যবসা বানিজ্য ও সামাজিক,রাজনৈতিক কাজের সাথে জড়িত ছিল এবং বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন।
তার জানাযায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওর্নার দেওয়া হয় শুক্রবার জুম্মার নামাজ পর দুপুর ২:২০ মিনিটে। এ সময় উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান সহকারী ভূমি কমিশনার সাঁথিয়া পাবনা ও পাবনা পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ।
মৃত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের মৃত্যুকালে ৪ ছেলে ২ মেয়ে রেখে যায়। তার মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী শুভাকাঙ্খী ও আত্মীয়সজন শোকাহত হয় এবং সবাই বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করেন।