শহীদ বুদ্ধিজীবি দিবস এবং বিজয় দিবস স্মরণ করবে ‘মঙ্গল আসর’

শেয়ার করুন:

মুক্ত চিন্তাচর্চার, আনন্দময় সহশিক্ষার সৃজনশীল আয়োজন ‘মঙ্গল আসর’-এর প্রতি সপ্তাহের নিয়মিত জুম আলোচনা সভা ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার রাত ৯.০০ টায় অনুষ্ঠিত হবে। এবারের চিন্তাচর্চা হবে শহীদ বুদ্ধিজীবি দিবস এবং বিজয় দিবস নিয়ে।
জুম লিংক : https://us04web.zoom.us/j/7085046925…
Meeting ID: 708 504 6925 Passcode: 12345
আলোচনায় অংশ গ্রহণ করবেন ‘মঙ্গল আসর’-এর সক্রিয় সদস্যবৃন্দ ছাড়াও আগ্রহী আরো অনেকেই। ‘মঙ্গল আসর’ পরিচালনায় থাকবেন ঢাকার ভাসানটেক সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন। ঢাকার ভাসানটেক সরকারী কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীসহ ‘মঙ্গল আসর’-এর চিন্তনসখাদের জুম আলোচনায় অংশগ্রহণে সাদর আমন্ত্রণ। চিন্তাচর্চার মুক্ত আয়োজন ‘মঙ্গল আসর’ সকলের জন্য উন্মুক্ত।
‘মঙ্গল আসর’-এর পক্ষে- আবদুল্লাহ আল মোহন

শেয়ার করুন: