নিজস্ব প্রতিবেদক :
১২ ডিসেম্বর শুক্রবার পাবনা জেলার কাশিনাথপুরের
মিয়াবাড়িতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম
পিএইচএফ এর সভাপতিত্বে
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, সাথিয়া থানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সন্মানিত সদস্য মোঃ আল মাসুদ খান, রোটারিয়ান মোঃ শফিকুল আলম খান টিটুল, আরসিসি সদস্য এদ্রাকপুর কে এ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন কিরন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুস সোবহান মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আঃরাজ্জাক মিয়া, মোঃ শাহ আলম মিয়া, মোঃ মোতালেব হোসেন মোহন,কবি ও গীতিকার মোঃ হুমায়ুন কবির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ আলমাস হোসেন, মোঃ সাকিব হাসান শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন এই শীতে দূস্থদের মাঝে এমন কার্যক্রমের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ। আশাকরি আগামীতে এই সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।
রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ বলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থী,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী,পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যায়নরত শিক্ষার্থীর শিক্ষা সহায়তা এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন, বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করে।
