Warning: file_get_contents(/home/abcbarta/public_html/wp-content/uploads/2025/05/og-image-min.png): failed to open stream: No such file or directory in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagecreatefromstring(): Empty string or invalid image in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 185

Warning: imagesx() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 187

Warning: imagesy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 188

Warning: imagecopy() expects parameter 2 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 192

Warning: imagedestroy() expects parameter 1 to be resource, bool given in /home/abcbarta/public_html/wp-content/plugins/facebook-og-property/facebook-og.php on line 193

রংপুর আনসার ভিডিপি সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ খালেক পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ আয়োজিত রংপুর জেলার মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে আইন শৃংখলা রক্ষা,নির্বাচনী দায়িত্ব পালন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখায় ভিডিপি সদস্যদের করনীয়”বিষয়ক মতবিনিময় সভা ২০ জুলাই অনুষ্ঠিত হয়।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট ও রংপুর জেলার অঃ দাঃ জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালম মোঃ আব্দুস সামাদ বিভিএম বিভিএম।প্রধান অতিথি দেশের ভাষা আন্দোলনে,স্বাধীনতা অর্জনে ও স্বাধীনতাত্তোর দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব সমুন্নত রাখা,আইন শৃঙ্খলার পরিবেশ উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নেতৃস্থানীয় ভূমিকার স্মৃতিচরণ করে এ বাহিনীকে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও সক্ষমতার বাহিনী হিসাবে অভিহিত  করেন।
রাষ্ট্রের ক্রান্তিকালে এ বাহিনীর অনন্য অবদানগুলোও দক্ষভাবে চিত্রায়িত করেন।বিগত ২০১৩, ২০১৪ সালের অরাজক পরিস্থিতি  নিয়ন্ত্রণ করে সরকারকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ বাহিনীর অনবদ্য ভূমিকার কথাও তুলে ধরেন।প্রধান অতিথি আরো বলেন,আইন মানা,আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইন প্রয়োগে সহযোগিতা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব।উন্নয়নের পূর্বশর্ত হলো আইন শৃংখলার পরিবেশকে উন্নয়ন বান্ধব করা।তাই আপনারা যারা ভিডিপি গ্রাম পর্যায় থেকে শুরু করে অপরাধমুক্ত স্বপ্নের বাংলাদেশক গড়ার প্রধান কারিগর হিসাবে ভূমিকা রাখতে পারেন।আপনাদেরকেই উপহার দিতে হবে অবাধ,নিরপেক্ষ, গ্রহনযোগ্য,উৎসবমূখর,পরিচ্ছন্ন একটি জাতীয় সংসদ নির্বাচন। দক্ষ জননশক্তি গড়ার অনবদ্য কারখানা আনসার বাহিনীর কারিগরি, বৃত্তিমূলক ও আত্মককর্মসংস্থান সৃষ্টিমূলক প্রশিক্ষণ নিয়ে আপনাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।দুর করতে হবে বেকারত্বকে। গড়তে হবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।তিনি সারা দেশসহ সরকারের উত্তোরাঞ্চলের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন এগুলো হচ্ছে স্বাধীনতার ফসল। জাতির জনকের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই এটি সম্ভব হচ্ছে।বিশেষ অতিথি রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ মুক্তিযুদ্ধের চেতনায়  উজ্জীবিত হয়ে দেশগড়ার নিবেদিত সৈনিক হিসেবে সকল প্রতিবন্ধকতাকে মাড়িয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য  সকল ভিডিপি প্রশিক্ষনার্থীদের উদাত্ত আহবান জানান।উক্ত মতবিনিময় সভায় ৯০ জন ভিডিপি প্রশিক্ষণার্থীসহ আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি রংপুর রেন্জের সহকারী পরিচালক জনাব আছাদুজ্জামান,সার্কেল এ্যাডজুট্যান্ট মাহবুবুর রহমান, সার্কেল এ্যাডজুট্যান্ট,জেলা আনসার ও ভিডিপি,রংপুর রাসেল আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,  মিঠাপুকুর,রংপুর প্রবীর কুমার রায়,উপজেলা প্রশিক্ষক সদর, রংপুর জনাব মনিরুজ্জামান,  ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবীর প্রশিক্ষকবৃন্দ, মনিটরিং মাঠকর্মী, গনসংযোগ সহকারী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: