মহামান্য রাষ্ট্রপতির সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:


বিশেষ প্রতিনিধি : 
বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এঁর সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি ৩০ মে ১৩০০ ঘটিকায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।সাক্ষাৎকালে মহাপরিচালক মহামান্য রাষ্ট্রপতিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামো,ইতিহাস, ঐতিহ্যসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।মহামান্য রাষ্ট্রপতি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃংখলা রক্ষায় বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি ও স্হিতিশীলতা নিশ্চিতকরণ, দেশের আর্থ সামাজিক উন্নয়ন,বিভিন্ন নির্বাচন,দূর্গাপূজা ও জাতীয় উৎসবসমূহে দায়িত্ব পালনসহ দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।এছাড়াও মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।তিঁনি সংগঠনে বর্তমান কর্মতৎপরতা অব্যাহত রাখার ব্যাপারে মহাপরিচালক কে পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন: