বেড়ায় বিয়ের দাবীতে অনশন

শেয়ার করুন:

বেড়ায় বিয়ের দাবীতে অনশন

ফেরদৌস তপন : পাবনার বেড়া উপজেলার বোড়ামারা গ্রামে মো, দুলাল শেখের বাড়ীতে একই উপজেলায় চর কল্যানপুর গ্রামের মেঘনা নামের এক মেয়ে (১৮) পূনরায় বিয়ের দাবিতে সাবেক স্বামী মো. রবিউল ইসলামের বাড়ীতে আজ রবিবার সকাল ছয়টা থেকে অনশন শুরু করছে। এক বছর আগে কল্যানপুর চরের সাইফুল ইসলামের মেয়ে মেঘনা আক্তারের বিয়ে হয়।বিভিন্ন কারনে বনিবোনা না হওয়ায় গত দুই মাস আগে তাদের বিয়ে ডিভোর্স হয়। ডিভোর্ড হওয়ার দুই মাস পর মেয়েটি যখন শুনতে পায় সাবেক স্বামী আবার বিয়ে করবে তখনই মেয়েটি সাবেক স্বামীর বাসায় এসে অনশন শুরু করেছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেয়ে মেঘনা আক্তার নানা রমজান মেম্বরের কাছেই ছোট বেলা থেকে মানুষ। তাকে এ ব্যাপারে ফোন করলে সে জানায় আমাদের না জানিয়ে ছেলের বাড়ীতে চলে গিয়েছে।

শেয়ার করুন: