বেড়ায় ৪৭ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়, কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা

শেয়ার করুন:


বুলবুল হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমামকে রাজকীয় মর্যাদায় বিদায় সংবর্ধনা জানিয়েছে হাটুরিয়া গ্রামবাসি। শতাধিক মোটরসাইকেল, সিএনজি এবং ঘোড়ার গাড়িতে করে জাঁকজমকপূর্ণভাবে দীর্ঘ ৪৭ বছর ইমামতি শেষে অত্যন্ত সন্মানের সাথে  রাজকীয় ভাবে ইমামকে বিদায় জানানোর  হয়।
 মাওলানা নুরুল আমিন আনসারী ৪৭ বছর যাবত সুনামের সহিত ইমামতি করেছেন এই জামে মসজিদে। আর তিনি খুব সুন্দরভাবে দীর্ঘদিন যাবত তার দায়িত্ব পালন করায় গ্রামবাসির কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। এছাড়াও সে বিভিন্ন ওয়াজ মাহফিলে ককিল কণ্ঠের মাওলানা হিসেবে পরিচিত রয়েছে তার।
 শুক্রবার  বাদ জুম্মার নামাজ শেষে তার বিদায়ের বেলায় তাকে ৪৭ রকমের খাবার খাইয়ে গ্রামের হাজার হাজার মানুষ  ফুলের মালা পড়িয়ে  মাওলানা নুরুল আমিন আনসারীকে রাজকীয় কায়দায় ঘোড়ার গাড়িতে করে বিদায় দেন হাটুরিয়া বাসি। মাওলানা নুরুল আমিন আনসারী নিজ বাড়ি উপজেলার চাকলা ইউনিয়নের নলভাঙায় পৌছে দেন। এ সময়  প্রিয় ইমামের বিদায়ের বেলায় গ্রামের সকল নারী পুরুষের মধ্যে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। ইমামের বিদায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হামিদ সরকার, মসজিদ কমিটির সভাপতি মোঃ আবু জাফর মোল্লাসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন শ্রেণী পেশা গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। 

শেয়ার করুন: