বিএনপি’র পক্ষ থেকে শিক্ষিকা মাহেরিন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন
বিশেষ প্রতিনিধি :
ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনার অগ্নিকাণ্ডে নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান ২৫ জুলাই শুক্রবার নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামের বাড়িতে যান। তাঁরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও সমবেদনা জানান। এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করে আফরোজা আব্বাস বলেন “মাহেরিন চৌধুরী নিজের জীবনের বিনিময়ে তাঁর ২০ জন ছোট্ট ছাত্র-ছাত্রীকে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।” হেলেন জেরিন খান মাহেরিন চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “জাতি আজ একজন মহৎপ্রাণ শিক্ষিকাকে হারালো। আমরা এই শোকাবহ মুহূর্তে তাঁর পরিবারের পাশে আছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করছি। এ সময় স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরাও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য সম্প্রতি ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজে বিমান এক ভয়াবহ বিমান দুর্ঘটনার অগ্নিকাণ্ডে মাইলস্টোন স্কুলের মমতাময়ী শিক্ষিকা মাহেরিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে তাঁর ২০ জন ছাত্র-ছাত্রীকে রক্ষা করেন। তাঁর এই সাহসিকতা ও আত্মত্যাগ সারাদেশে প্রশংসিত হচ্ছে।
বিএনপি’র পক্ষ থেকে শিক্ষিকা মাহেরিন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন
