বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: পাবনায় আযম খান

বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: পাবনায় আযম খান
শেয়ার করুন:

বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: পাবনায় আযম খান
এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ বা ডাকাতকে প্রশ্রয় দেয় না এবং এ ধরনের কোনো ঘৃণ্য কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শনিবার ১২ জুলাই বিকেলে পাবনার চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, দেশনায়ক তারেক রহমান পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাঠিয়েছেন। তারেক রহমান বিশ্বাস করেন যে তুহিন একদিন কৃষিতে বাংলাদেশকে জয় করবেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে তুহিনকে এ এলাকার জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে ১৮ কোটি মানুষ বিএনপির সঙ্গে রয়েছে, অথচ ১/২টি দল বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তিনি অভিযোগ করেন যে কতিপয় রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। আযম খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এখনও দুই-একটি রাজনৈতিক দল ‘লেভেল প্লেয়িং’-এর ধোঁয়া তুলে নানা অপপ্রচার চালাচ্ছে।
কৃষিবিদ হাসান জাফির তুহিন তার বক্তব্যে বলেন, “আমার কোনো ভাই-বোন আত্মীয়-স্বজন এখানে নেই। কিন্তু আপনারাই আমার সব কিছু।” তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, “বর্তমানে আমাদের মাঝে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে আছেন। আসুন, দ্বিধা-বিভক্তি ভুলে এক কাতারে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মেনে নিয়ে ধানের শীষের পক্ষে নিজেদের ব্রতী করি।” চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাউন্সিল সদস্য হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির আব্দুস সামাদ মন্টু, আনিছুর রহমান বাবলু ও মাহমুদুন্নবী স্বপন প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: